বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

অব্যবস্থাপনায় ভয়াবহ পরিস্থিতি

-- -ডা. নজরুল ইসলাম

অব্যবস্থাপনায় ভয়াবহ পরিস্থিতি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেছেন, দেশে কভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের প্রায় দেড় বছর হচ্ছে। কিন্তু স্বাস্থ্যসেবায় সে রকম কোনো অগ্রগতি হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর জুনে নির্দেশনা দিয়েছিলেন দেশের সব জেলা শহরে আইসিইউর ব্যবস্থা করার। তার নির্দেশনা বাস্তবায়িত হলে আজ এ পরিস্থিতি তৈরি হতো না। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্বাস্থ্য বিভাগ সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা  নেয়নি। গত বছরের করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নেয়নি তারা। গত বছর প্রস্তুতির যথেষ্ট সময় ছিল কিন্তু তারা কোনো কাজ করেনি। এবারও চোখের সামনে সবকিছু ছবির মতো ঘটে গেল। সীমান্ত দিয়ে ডেলটা ভ্যারিয়েন্টে সংক্রমিত মানুষ প্রবেশ করে সংক্রমণ ছড়ানো শুরু করল। বাংলাদেশকে দুটো ঈদ পাড়ি দিতে হয়। সবাই ঈদ করতে গিয়ে অন্য জেলাগুলোতে এ ভ্যারিয়েন্ট ছড়িয়ে দিল। এক মাস সময়ের মধ্যে পরিস্থিতি খারাপ হওয়া শুরু করল। কিন্তু স্বাস্থ্য বিভাগের দূরদর্শিতার অভাবে পরিস্থিতি সামাল দেওয়া গেল না। অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, স্বাস্থ্য খাত সঠিক কার্যক্রম না নেওয়ায় আক্রান্ত ও মৃত্যুহার আশঙ্কাজনক হারে বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য খাত মনোযোগ দেয়নি। সময় পেলেও তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি এবং প্রধানমন্ত্রীর দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নও করতে পারেনি। এখনো অর্ধেকের বেশি জেলায় আইসিইউ নেই।

যাদের এ কাজগুলো করার কথা তারা করছে না। এখন অক্সিজেন নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এদিকে জরুরি ভিত্তিতে নজর দিতে হবে।

সর্বশেষ খবর