বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

কলকাতায় ফের আদালতে তোলা হবে পি কে হালদারকে

কলকাতা প্রতিনিধি

কলকাতায় ফের আদালতে তোলা হবে পি কে হালদারকে

বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারসহ অভিযুক্তদের কাছ থেকে মানি লন্ডারিং মামলায় পাওয়া বিশ্বাসযোগ্য তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষে গতকাল কলকাতার নগর দায়রা আদালতে জমা দেওয়া হয়েছে। এর আগে গত ১১ জুলাই এ মামলায় চার্জশিট জমা দেওয়া হয়। আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এ দিন ফের আদালতে তোলা হবে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেফতার পিকে হালদারসহ ছয় আসামিকে।  

গতকাল এ নির্দেশ দেন সিবিআই স্পেশাল কোর্ট-৩ এর বিচারক জীবন কুমার সাধু। এদিন স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ তাদের আদালতে আনা হয়।

ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, এদিন আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষে সাড়ে চার হাজার পাতার Relied Upon Documents  (অভিযুক্তদের কাছ থেকে পাওয়া তথ্য  ইডির কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হওয়া) জমা দেওয়া হয়। ‘আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী ধার্য দিনে Relied Upon Documents এর সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্তদের হাতে তুলে দেওয়া হবে। জেল হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বা নতুন কোনো সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি বলেও এদিন জানান ইডির আইনজীবী। এদিন আদালতে ঢোকার সময় গণমাধ্যমকর্মীদের কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি পিকে হালদার বা তার সহযোগীরা। উল্লেখ্য, গত ১৪ মে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে পিকে হালদারসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর