বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
বিদ্যুৎ সংকট

শীতে ব্রিটেনে ৩ ঘণ্টা ব্ল্যাক আউটের পূর্বাভাস

যুক্তরাজ্য প্রতিনিধি

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে আসন্ন শীতে ব্রিটেন প্রতিদিন ৩ ঘণ্টা করে ব্ল্যাক আউটের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে ব্রিটেনের ন্যাশনাল গ্রিড। এমন ঘটনা ঘটলে ১৯৭০ সালের পর ব্রিটেন ফের অন্ধকারাচ্ছন্ন হবে।

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ঠেকাতে কাজ শুরু করেছে সরকার। বলা হচ্ছে, যদি দেশটিতে বিদ্যুৎ না থাকে তাহলে আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, খুব সকালে কিংবা বিকাল ৪টা থেকে ৯টার মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্য যদি এবার ইউরোপ থেকে বিদ্যুৎ এবং পর্যাপ্ত গ্যাস ও জ্বালানি আমদানি করতে না পারে তাহলে তিন ঘণ্টার লোডশেডিং পরিকল্পনায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই। দেশটির জাতীয় গ্রিডও এমনটাই জানিয়েছে। এদিকে এবার আগাম শীতের কথা মাথায় রেখেই বেশ কিছু পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য সরকার। এর মধ্যে দেশটি বিদ্যুতের চাহিদা সমন্বয়ের জন্য শিল্পকারখানাসহ আবাসিকেও লোডশেডিংয়ের পরিকল্পনা রয়েছে। এর আগে যুক্তরাজ্য সরকার প্রাথমিক অনুমান অনুসারে জানিয়েছিল, শীত মৌসুমে মোট চাহিদার প্রায় ৬ শতাংশ পর্যন্ত ঘাটতি হতে পারে। কিছুদিন আগে দেশটির জরুরি কয়লা কেন্দ্রগুলো পুনরায় চালু করা হয়েছে, এই ঘাটতি মোকাবিলায়। কিন্তু বিদ্যুৎ আমদানি হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়া এবং আসন্ন জানুয়ারিতে তীব্র শীত হলে গ্যাস সংকট মোকাবিলায় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করে অন্যান্য স্থানে গ্যাস সরবরাহ সচল রাখা হবে।

সর্বশেষ খবর