মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঘরে আগুন, টাঙ্গাইল পিরোজপুরে মৃত্যু ২

প্রতিদিন ডেস্ক

ঘরে আগুন, টাঙ্গাইল পিরোজপুরে মৃত্যু ২

ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল টাঙ্গাইলের বাসাইলে একজন এবং পিরোজপুরে একজন দগ্ধ হয়ে মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

টাঙ্গাইল : বাসাইলের একটি বাজারে আগুন লেগে সৈয়দ মঞ্জুরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় চারটি দোকানঘর পুড়ে গেছে। গতকাল মধ্যরাতে উপজেলার আইসড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সৈয়দ মঞ্জুরুল ইসলাম আইসড়া গ্রামের মৃত সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে। তিনি বাজারে টেইলার্সের দোকান করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে আইসড়া বাজারে হঠাৎ করে একটি দোকানে আগুন জ¦লে ওঠে। এ সময় বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এর মধ্যেই চারটি দোকানে আগুনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় টেইলার্সের দোকানের ভিতরে থাকা মঞ্জুরুল ইসলামের মৃত্যু হয়। আগুনে চারটি দোকানে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য বাবুল সরকার বলেন, ‘হঠাৎ করে টেইলার্সের দোকান থেকে আগুন জ¦লে ওঠে। এ সময় ওই দোকানের ভিতরে মঞ্জুরুল ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে তার মৃত্যু হয়। আগুনে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, টেইলার্স দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

পিরোজপুর : পিরোজপুরে নিজ বসতঘরে লাগা আগুনে পুড়ে সোহেল হাওলাদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহেল পেশায় মাছ ব্যবসায়ী। গতকাল ভোর রাত ৪টার দিকে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের   ভাইজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল হাওলাদার (২৮) ভাইজোড়া এলাকার নজরুল ইসলাম হাওলাদারের পুত্র। নিহতের বড় ভাই নাসির উদ্দিন জানান, ভোর রাতে স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে জানান ঘরের পাশেই তার ভাই সোহেলের ঘরে আগুল লেগেছে। পরে তিনি চিৎকার শুরু করলে পরিবারের সদস্যসহ স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিভালে ঘরের ভিতর থেকে মৃত অবস্থায় সোহেলকে উদ্ধার করা হয়। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আবদুর রশিদ হক জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ঘুমন্ত অবস্থায় ঘরের ভিতরে থাকা একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত।

সর্বশেষ খবর