চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে মৃতদেহ ছিনিয়ে নিতে সরকারি জেনারেল হাসপাতালে তাণ্ডব চালিয়েছে কিশোর গ্যাং। তাদের হামলায় হাসপাতালের পাঁচজন কর্মচারী আহত হয়েছেন। গতকাল দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। পরে চাঁদপুর মডেল থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাসপাতাল সূত্র জানায়, দুপুরে শহরের পূর্ব শ্রীরামদি এলাকার শামীম (১৬) ও মিনহাজ (১৫) নামের দুই কিশোর বৃষ্টির সময় খেলার মাঠে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা নুরিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। লাশ দুটি হাসপাতালে রেখে নিয়মানুযায়ী পুলিশকে জানানো হয়। পুলিশ আসার আগেই লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা ছিনিয়ে নিতে হাসপাতালের স্টাফদের চাপ দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের নির্দেশনা ছাড়া লাশ না দিলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে একদল কিশোর জরুরি বিভাগে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে পাঁচজন কর্মচারীকে আহত করে। এর মধ্যে সিহাব নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ক্ষেত্রে কিছু আইনি বিষয় থাকে। যে কারণে লাশ হাসপাতালের জিম্মায় রাখা হয়েছিল। নিহতের স্বজনসহ এলাকার কিছু কিশোর হাসপাতাল থেকে লাশ ছিনিয়ে নিতে চেষ্টা চালায়। বাধা দিলে কিশোররা হাসপাতালের পাঁচ কর্মচারীকে পিটিয়ে আহত করে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, হাসপাতালের জরুরি বিভাগের পাঁচ কর্মচারীকে আহত করার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যেই কিশোর গ্যাং সদস্য আরিফুল্লাহকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া