শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
খুনোখুনি

ছাগল নিয়ে সংঘর্ষ কৃষক খুন

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে মোটরসাইকেল চাপায় ছাগল আহত হওয়াকে কেন্দ্র করে আবুল কাশেম দুলাল নামে এক কৃষক খুন হয়েছেন। এ ঘটনায় ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানসহ ৪০ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, বুধবার বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের আলীরপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মোটরসাইকেল নিয়ে আসার পথে আলীরপাড়া গ্রামের বাসিন্দা আবু মিয়ার একটি ছাগলকে চাপা দেয়। এ নিয়ে ওই শিক্ষককে লাঞ্ছিত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পর দিন বৃহস্পতিবার আবুল কাশেম দুলাল ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ তারই আপন চাচাতো ভাই বাঙ্গা মিয়া, ছাগল মালিক আবু মিয়া, আকরাম হোসেন তার পথরোধ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে আবুল কাশেম দুলাল দেশি অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। গতকাল নিহত দুলালের ছোট ভাই রেজাউল করিম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় আসামি করা হয়েছে বগারচর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ ৪০ জনকে। মামলায় সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুকে প্রধান ও বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিককে ১৫ নম্বর আসামি করা হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর