শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা
সরগরম সিটি নির্বাচনের মাঠ

খালেক মধু আউয়াল বৈধ, প্রার্থিতা বাতিল চারজনের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে চারজনের প্রার্থিতা বাতিল হয়েছে। গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন তাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে বাকি তিনজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে জানানো হয়। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা হলেন- স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক, জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেন, স্বতন্ত্র প্রার্থী আল আমিন মো. আবদুল্লাহ চৌধুরী এবং সৈয়দ কামরুল ইসলাম। বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন বলে জানিয়েছেন মেয়র পদপ্রার্থীরা। মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত তালুকদার আবদুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুল আউয়াল ও জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু। রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীকে সমর্থন করা ৩০০ জন ভোটারের নাম ও তাদের স্বাক্ষর দিতে হয়। কিন্তু স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান, আল আমিন মো. আবদুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলাম ভোটারদের স্বাক্ষর জালিয়াতি করে জমা দেন। সে কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন দাখিল না করায় জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জানা যায়, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা তিন দিনের মধ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন।

মনোনয়নপত্র বাছাই শেষে ২৫ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ২৬ মে প্রতীক বরাদ্দ ও ১২ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন বলে জানা গেছে। স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান মুশফিক জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ৩০০ জন সমর্থকের তথ্য জমা দিতে হয়েছে। এর মধ্যে ভুলে একজনের স্বাক্ষর নেওয়া হয়নি। আর দুজনকে ফোনে তারা পাননি। আমি প্রার্থিতা ফিরে পেতে আপিল করব ও ওই তিনজনসহ মোট পাঁচজনকে আপিল বোর্ডের সামনে নিয়ে যাব। আরেক স্বতন্ত্র মেয়রপ্রার্থী আবদুল্লাহ চৌধুরী বলেন, আমার ক্ষেত্রে যে তিনজনের নাম বলা হয়েছে যে, তারা সমর্থন করেননি- সেই তিনজনই ব্যক্তিগতভাবে আমার খুবই পরিচিত। তাদের সঙ্গে গতকালই আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে, তদন্ত কমিটি তাদের কাছে গিয়েছে, তারা নিশ্চিত করেছেন তারা আমাকে সমর্থন দিয়েছেন। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সে সব সংশোধন করে আশা করি আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাব।

সর্বশেষ খবর