নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল (বৃহস্পতিবার) দিনভর তান্ডব চালিয়েছে সন্ত্রাসী মোশা ও তার বাহিনীর লোকেরা। এ সময় তারা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করে। পরে মোশাকে পুলিশ গ্রেফতার করলে পুলিশের ওপর হামলা করে তাকে ছাড়িয়ে নেয় বাহিনীর সন্ত্রাসীরা। উপজেলার নাওড়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ মোশা বাহিনীর চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জের অন্যতম সন্ত্রাসী মোশারফ হোসেন মোশা ও তার লোকজন বৃহস্পতিবার সকালে উপজেলার নাওড়া এলাকার মানুষের জমিতে কাজ করতে বাধা দেন। এ নিয়ে জমি মালিকের সঙ্গে মোশার বাগবিতন্ডা হলে মোশার গানম্যানরা আতঙ্ক ছড়াতে সেখানে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে প্রতিরোধের চেষ্টা করলে মোশা বাহিনী টেঁটা, রামদা, বল্লম, আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মোশা বাহিনীর হামলায় অন্তত ১৬ জন আহত হন। এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মোশাকে আটক করলে বাহিনীর পুরুষ ও নারী সদস্যরা পুলিশের ওপর আক্রমণ করে মোশাকে ছাড়িয়ে নেয়। এ সময় রূপগঞ্জ থানার ওসি (তদন্তসহ) চার পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাব-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নারীসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, মোশারফ একজন তালিকাভুক্ত আসামি। তাকে গ্রেফতার করা হলে তার লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা করে ছাড়িয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭/৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে বর্তমানে সে পলাতক। তাকে খুঁজে আইনের আওতায় আনা হবে। তাছাড়া পরিস্থিতি এখন স্বাভাবিক। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
রূপগঞ্জে দিনভর তান্ডব মোশা বাহিনীর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর