গ্রাম ও স্বামীর নাম মিলে যাওয়ায় ভুল করে এক নারীকে ১০ ঘণ্টা থানায় আটকে রাখা হলো। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় গঙ্গাচড়া জোনাল অফিসের দায়ের করা মামলায় তাকে আটকে রাখা হয়। পরে আসল তথ্য প্রকাশ পেলে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। তবে পারিবারিক সম্মান ক্ষুণ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ওই নারী ও তার পরিবার। ভুক্তভোগী ওই নারীর নাম হাসিনা বেগম। তার বাড়ি গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর নগরবন্দ এলাকায়। পল্লী বিদ্যুতের গঙ্গাচড়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, বড়বিল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের হাসিনা বেগম নামের একজনের কাছে প্রায় ৩৬ মাসের ১৪ হাজার ৫০০ টাকা বিদ্যুৎ বিল বাকি ছিল। বকেয়া বিল আদায়ের জন্য দুই বছর আগে তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা করা হয়। কিন্তু দুই হাসিনা বেগমের বাড়িই বড়বিল ইউনিয়নে হওয়ায় ভুল করে আরেক হাসিনা বেগমকে আটক করে পুলিশ। গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান বলেন, আদালত থেকে পাঠানো গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে থানায় নিয়ে আসা হয়। তারা হাসিনাকে তাদের গ্রাহক হিসেবে নিশ্চিত করার পরই ওই নারীকে আটক করা হয়। গ্রামের পাশাপাশি স্বামীর নাম মিলে যাওয়ায় ওই নারীর ক্ষেত্রে এ ঘটনাটি ঘটে। তবে গতকাল দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী হাসিনা বেগম বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন কি মামলা করার সময় ভালো করে দেখবে না! এতে আমার সম্মান ক্ষুণ হয়েছে। গঙ্গাচড়া জোনাল অফিসের ডিজিএম আবদুল জলিল বলেন, একটু তথ্যের ভুলের কারণে এ ঘটনাটি ঘটেছে। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনিচ্ছাকৃত ভুলের বিষয়টি জানার পর আমরা থানায় যোগাযোগ করে চিঠি পাঠিয়েছি। প্রকৃত তথ্য জানতে পেরে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নে গতি আনতে চালু হচ্ছে বিডিসিপি পোর্টাল
- রাজধানীর চার হাসপাতালে র্যাবের অভিযান, ১৫ দালাল আটক
- চট্টগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যানকে আটকে পুলিশে সোপর্দ
- ৪৯৭৮ হাজি ফেরত পাবেন ৮ কোটি ২৯ লাখ টাকা
- লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- রংপুরে হত্যা মামলায় আইনজীবী কারাগারে
- ঐকমত্যে পৌঁছে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান