গ্রাম ও স্বামীর নাম মিলে যাওয়ায় ভুল করে এক নারীকে ১০ ঘণ্টা থানায় আটকে রাখা হলো। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় গঙ্গাচড়া জোনাল অফিসের দায়ের করা মামলায় তাকে আটকে রাখা হয়। পরে আসল তথ্য প্রকাশ পেলে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। তবে পারিবারিক সম্মান ক্ষুণ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ওই নারী ও তার পরিবার। ভুক্তভোগী ওই নারীর নাম হাসিনা বেগম। তার বাড়ি গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর নগরবন্দ এলাকায়। পল্লী বিদ্যুতের গঙ্গাচড়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, বড়বিল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের হাসিনা বেগম নামের একজনের কাছে প্রায় ৩৬ মাসের ১৪ হাজার ৫০০ টাকা বিদ্যুৎ বিল বাকি ছিল। বকেয়া বিল আদায়ের জন্য দুই বছর আগে তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা করা হয়। কিন্তু দুই হাসিনা বেগমের বাড়িই বড়বিল ইউনিয়নে হওয়ায় ভুল করে আরেক হাসিনা বেগমকে আটক করে পুলিশ। গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান বলেন, আদালত থেকে পাঠানো গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে থানায় নিয়ে আসা হয়। তারা হাসিনাকে তাদের গ্রাহক হিসেবে নিশ্চিত করার পরই ওই নারীকে আটক করা হয়। গ্রামের পাশাপাশি স্বামীর নাম মিলে যাওয়ায় ওই নারীর ক্ষেত্রে এ ঘটনাটি ঘটে। তবে গতকাল দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী হাসিনা বেগম বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন কি মামলা করার সময় ভালো করে দেখবে না! এতে আমার সম্মান ক্ষুণ হয়েছে। গঙ্গাচড়া জোনাল অফিসের ডিজিএম আবদুল জলিল বলেন, একটু তথ্যের ভুলের কারণে এ ঘটনাটি ঘটেছে। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনিচ্ছাকৃত ভুলের বিষয়টি জানার পর আমরা থানায় যোগাযোগ করে চিঠি পাঠিয়েছি। প্রকৃত তথ্য জানতে পেরে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
নামের মিলে নারীকে ১০ ঘণ্টা থানায় আটক
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর