চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে সাধারণ মানুষের কাছ থেকে দলীয় কর্মীর আদায়কৃত ২০ হাজার টাকা ফেরত দিয়েছেন বিএনপি নেতা। সেই সঙ্গে দলের নাম ভাঙিয়ে কেউ ছিনতাই বা চাঁদাবাজি করলে তাদের ধরিয়ে দেওয়ার জন্য ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নয়ালাভাঙ্গা সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় এই টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হক। প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী সরকারের পট পরিবর্তনের পর নয়ালাভাঙ্গায় টনি নামে এক ব্যক্তি নিজেকে বিএনপি কর্মী পরিচয়ে এলাকার মানুষজনের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে আসছিল। এমনকি এক ব্যক্তি তাকে চাঁদা না দেওয়ায় তাকে দোকান খুলতে দিচ্ছিল না সেই টনি। সভায় উপস্থিত সবার সামনে টনির আদায়কৃত অর্থ নিজ তহবিল থেকে ফেরত দেওয়া হয়। এ সময় এলাকায় কোনো চাঁদাবাজের স্থান নেই বলেও ঘোষণা দেন বিএনপি নেতা আশরাফুল হক।
এ সময় আশরাফুল হক বলেন, কোনো মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী বিএনপির কর্মী হতে পারে না। ভবিষ্যতে যদি বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা জোরপূর্বক অর্থ আদায় করে কিম্বা দখলবাজি করে তাহলে তাদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।