Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০৬:০৭
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:২৩

পিঠে অসহ্য যন্ত্রণা? ফুসফুসের ক্যান্সার নয় তো!

অনলাইন ডেস্ক

পিঠে অসহ্য যন্ত্রণা? ফুসফুসের ক্যান্সার নয় তো!
প্রতীকী ছবি

অফিসে বসে থাকার সময় অনেকেরই পিঠে, কোমরে প্রবল যন্ত্রণা হয়। বসার দোষে হচ্ছে বলে অনেকেই এড়িয়ে যান। কিন্তু জানেন কি, এটা ফুসফুসে ক্যান্সারের লক্ষণও হতে পারে। এটা শুনে অবশ্য কেউ কেউ বলবেন, যারা ধূমপায়ী, শুধু তাদেরই এই সম্ভাবনা দেখা যায়। কিন্তু এ ধারণাও সঠিক নয়।  যারা ধূমপান করেন না, তাদেরও ফুসফুস ক্যান্সার হতে পার॥  আর সে কারণেই এর লক্ষণগুলো জেনে রাখা ভাল। পিঠে, কোমরে যন্ত্রণাও যেমন এড়ানো উচিত নয়, তেমনই আরও কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত।

কী কী লক্ষণে সম্ভাবনা ফুসফুস ক্যান্সারের?

১) প্রচণ্ড সর্দি-কাশি, কফ জমে আছ। দীর্ঘদিন ধরে তা সারছে না। তাহলে সতর্ক থাকুন।

২) কাশির সঙ্গে রক্তের ছিটে, বা থুতুতেও লাল আভা দেখা দিলে একদমই অবহেলা করবেন না।

৩) শ্বাস নিতে সমস্যা হওয়া এর আর একটি লক্ষণ।

৪) খিদে কমে যাওয়া, ওজন কমতে থাকলে ক্যান্সারের সম্ভাবনা খুব বেশ॥

৫) ক্লান্ত লাগা, ক্রমশ দুর্বল হয়ে পড়া।

৬) মাথা ধরা, মাথা ঘোরা, ঝিমুনির মতো লক্ষণ থাকলে ক্যান্সারের সম্ভাবনা স্পষ্॥ কেননা ক্যান্সার স্পাইনাল কর্ডে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাক॥

৭) পিঠে বা কোমরে যন্ত্রণা হলেও সেই একই সম্ভাবনা।

যদি এর একটি সম্ভাবনাও মিলে যায়, তবে যত দ্রুত সম্ভব চিকিৎসকের দ্বারস্থ হওয়াই বাঞ্ছনীয়। শুরুর দিকে ধরা পড়লে নিরাময়ের সম্ভাবনাও বেশি। সূত্র: সংবাদ প্রতিদিন

বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

 


আপনার মন্তব্য