১১ জানুয়ারি, ২০২৪ ২১:২১

পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম

অনলাইন প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম

মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামকে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শপথগ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ কে কোন মন্ত্রণালয় পেয়েছেন তা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করে।

আব্দুস সালাম সেনাবাহিনীর চাকরি শেষে ব্রাজিলের রাষ্ট্রদূত ছিলেন। সেই চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি ১৯৯৬ সালে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে দলের প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। ২০০৮ সালে আবারও দলের মনোনয়নে নির্বাচন করে বিজয়ী হন। এরপরের দুই সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন না পেলেও দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন পান।

এবারের নির্বাচনে তিনি নৌকা প্রতীকে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান ঈগল প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ১০০ ভোট। 

এদিকে, নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। বঙ্গভবনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাদেরকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিডি প্রতিদিন/আরাফাত/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর