নারীদের সৌন্দর্যবৃদ্ধির নানা উপায় সময়ে সময়ে আবিষ্কৃত হয়েছে। কখনও এক্সপেরিমেন্ট নানা রকম হেয়ারকাট নিয়ে, কখনও চুলের রং নিয়ে। তবে ইদানিং ট্যাটু আর নেল আর্ট নিয়ে হইচই সর্বত্র। জেল ট্রিটমেন্ট, সূক্ষ নেইল আর্ট কিংবা স্প্রে অন পলিশ। অপশন রয়েছে অগুনতি। তবে এই সব কিছুকে বেশ খানিকটা পিছনে ফেলে দিতে চলেছে KFC-র নতুন উদ্যোগ!
খুব তাড়াতাড়িই গ্রাহকদের জন্যে KFC আনছে এডিবল নেইল পলিশ। যা খাওয়া যাবে এবং স্বাদ এক্কেবারে চিকেনের মতোই!
ইতিমধ্যে হংকং-এর KFC পর্দা তুলেছে দু'টি এডিবল নেইল পলিশের উপর থেকে। কমলা রঙের নেল পলিশটির নাম হট অ্যান্ড স্পাইসি, এবং ন্যুড শেডটির নাম রাখা হয়েছে অরিজিনাল রেসিপি। তাদের ট্রেডমার্ক লাল-সাদা প্যাকেজিংয়েই পাওয়া যাচ্ছে এই অভিনব নেইল পলিশ। এতদিনে আক্ষরিক অর্থেই সফল হল এদের স্লোগান...."It's finger lickin' good"
প্রাকৃতিক উপাদানে তৈরি এই নেইল পলিশ খাওয়ার জন্যে এক্কেবারে নিরাপদ। স্বাদের দিক থেকে KFC-তে ব্যবহৃত মশলার মতোই এই দুটি নেইল পলিশ।
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন