'এমন প্রতিদ্বন্দ্বী পেয়েছি যার শৈশব কাটেনি, কখনো টফি চায়, কখনো বা বেলুন' নাম না করে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে এই ভাবেই আক্রমণ করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। গতকাল বিহারের হাজারিবাগে এক নির্বাচনী জনসভা থেকে রাহুলকে আক্রমণ করে মোদি এ কথা বলেন। সম্প্রতি নির্বাচনী প্রচারণায় গিয়ে গুজরাট মডেলের কটাক্ষ করে কখনো তাকে টফি মডেল কখনো বা বেলুনের সঙ্গে তুলনা করছেন রাহুল গান্ধী। এদিন সেই পরিপ্রেক্ষিতেই নাম না করে রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন, 'যাকে প্রতিদ্বন্দ্বী পেয়েছি তার শৈশব কাটেনি, কখনো টফি চান তো আবার কখনো বেলুন'। মোদি বলেন 'আমি ভেবেছিলাম এই নির্বাচনে ভাবগম্ভীর বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে, আদভানি, সুষমা স্বরাজ, অরুণ জেটলিসহ দলের শীর্ষস্থানীয় নেতারা সবাই যখন বিভিন্ন ইস্যু তুলে ধরছেন, সেখানে আমার বিপক্ষ প্রার্থী টফি, বেলুন নিয়েই বসে আছেন।
মোদির মতে 'তার এখনো শৈশবই কাটেনি, দেশ যখন একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের মুখোমুখি হতে চলেছে সেখানে গত দশ দিন ধরে তিনি বেলুনকেই অাঁকড়ে ধরে আছেন। যদিও বাচ্চারা দীর্ঘ সময় ধরে একটা জিনিসই ধরে থাকে না, তাই বেলুন ছেড়ে উনি এখন 'টফি' ধরেছেন'। বিজেপির এই হেভিওয়েট নেতা বলেন, 'ছোটবেলায় যখন আমি চা বিক্রি করতাম তখন আমি একটা টফিও পাইনি যদিও আমার লক্ষ্য ছিল ট্রফির দিকে'।
রাহুলের পাশাপাশি সোনিয়া গান্ধীসহ পুরো গান্ধী পরিবারকেই আক্রমণ করেন মোদি। তিনি বলেন, 'আমি খুবই অনুতপ্ত যে দেশের দুর্বল প্রশাসনের জন্য আমি প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আক্রমণ করেছি, কখনো কখনো কটু কথাও বলেছি কিন্তু সম্প্রতি কয়েকটি বই প্রকাশের (মনমোহন সিংয়ের মিডিয়া সচিব সঞ্জয় বারুর লেখা বই) পর এখন বুঝতে পারছি যে মনমোহন সিং নন, এ জন্য সোনিয়া এবং তার পুত্রই দায়ী, কোনো কোনো ক্ষেত্রে দায়ী সোনিয়া তনয়া প্রিয়াঙ্কা এবং জামাই রবার্ট ভদরাও। সবকিছুই সোনিয়া গান্ধীর নেতৃত্বেই ঘটেছে বলেও মোদির দাবি।