২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৭৫ জন শ্রমিক নিহত এবং দুই হাজারেরও বেশি আহত হয়েছিলেন।
রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর পূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে নিহত শ্রমিকদের স্মরণ করা হয়।
রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন নিহতের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচীতে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন মিন্টু, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সভাপতি সারোয়ার হোসেন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, বিল্পবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু ব্যাপারীসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন