বিএনপির এক বছরের (২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত) আয়-ব্যয় হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে।
আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
হিসাবে দেখা যাচ্ছে, গত বছর দলটির মোট আয় হয় ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা থেকে, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংক এফডিআরের অর্জিত সুদ থেকে এই আয় হয়েছে।
আর গত বছর বিএনপির মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। অফিসের বিভিন্ন খরচ, পোস্টার ও লিফলেট ছাপানো খরচ, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র বাবদ খরচ, বিভিন্ন জেলায় বর্নাত্যদের মাঝে ত্রাণ বিতরণ, বিভিন্ন নিহত আহত নেতাকর্মীর পরিবারের আর্থিক সহায়তা, বিভিন্ন ইফতার মাহফিল ও বিবিধ খরচে এই ব্যয় হয়।
দলটির কাছে ২০২২ সালের মোট উদ্বৃত্ত রয়েছে ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ