রবিবার, ১ মার্চ, ২০১৫ ০০:০০ টা

'এবিএম মূসা ছিলেন সাংবাদিক তৈরির কারিগর'

প্রখ্যাত সাংবাদিক-কলামিস্ট মরহুম এবিএম মূসার ৮৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেছেন, এবিএম মূসা ছিলেন সাংবাদিক তৈরির কারিগর। সাংবাদিক সমাজে তার অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। গতকাল জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে 'এবিএম মূসা-সেতারা ফাউন্ডেশন' স্মরণসভার আয়োজন করে। ২০১৪ সালের ৯ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। স্মরণসভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রয়াত সাংবাদিক এবিএম মূসার প্রতি শ্রদ্ধার জায়গাটি প্রতিষ্ঠার বিষয়ে জোর দিতে হবে। কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, 'তিনি সাংবাদিক তৈরির কারিগর ছিলেন। আমাদের সাংবাদিক সমাজে তার অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়।' ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের বক্তব্য বিকৃত করা হচ্ছে। মান্নাকে নিয়ে ঢালাও সমালোচনা বন্ধের আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বক্তব্যের একপর্যায়ে ইকবাল সোবহান চৌধুরী বক্তব্য সংক্ষিপ্ত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে বক্তব্য অসমাপ্ত রেখেই অনুষ্ঠানস্থল ছাড়েন মইনুল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বৈশাখী টিভির সিইও মনজুরুল আহসান বুলবুল, জ্যেষ্ঠ সাংবাদিক আমানুল্লাহ কবীর, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী রওনক হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর