মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আরাকান আর্মির নেতাসহ ৪ জন কারাগারে

রাঙামাটি প্রতিনিধি

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির এক শীর্ষ নেতাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে রাঙামাটির বিচারিক আদালত। এরা হলেন- ডা. রেনিন সুয় মারমা, আরাকান আর্মির সহযোগী অংনু ইয়ান রাখাইন, দুই কর্মচারী জসু অং মারমা ও অং সু ইয়ান মারমা। গতকাল সকালে হাজিরের পর ডা. রেনিনসহ তাদের রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। রাঙামাটি আদালত পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম জানান, ১৮ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করে ডা. রেনিনসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ দেন। আদালতের আদেশের পর কড়া পুলিশ প্রহরায় আরাকান আর্মির নেতা ডা. রেনিন সুয় ও সহযোগী অংনু ইয়ান রাখাইন ও ২ কর্মচারীকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ১৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে রাজস্থলী উপজেলার ইসলামপুরের একটি নির্মাণাধীন মসজিদ থেকে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির নেতা ডা. রেনিন সুয়কে গ্রেফতার করে পুলিশ ও বিজিবি। ডা. রেনিনের বিরুদ্ধে রাজস্থলী থানায় তিনটি পৃথক মামলা রয়েছে। এর আগে রাজস্থলী উপজেলার ডা. রেনিনের বাড়ি থেকে আরাকান আর্মির সহযোগী অংনু ইয়ান রাখাইন ও দুই কর্মচারী জসু অং মারমা ও অং সু ইয়ান মারমাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাজস্থলী থানায় সন্ত্রাস দমন আইন, বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ও বিদেশি মুদ্রা পাচার আইনে মামলা করা হয়। তাদের পুলিশ বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয় এবং অংনু ইয়ান রাখাইন ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

সর্বশেষ খবর