Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:১৩

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাতৃভাষার জন্য আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপিত হয়েছে। এ সময় সারা বিশ্বে বিলুপ্তপ্রায় মাতৃভাষা সুরক্ষায় জাতিসংঘকে অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। খবর এনআরবি নিউজ। স্থানীয় সময় বেলা ১টা ১ মিনিট তথা বাংলাদেশে একুশের প্রথম প্রহরে জাতিসংঘ সদর দফতরের সামনে অস্থায়ী শহীদ মিনারে এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম প্রধান অতিথি ছিলেন। তিনি একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পরিণত করার জন্য প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আজ আমরা যে নতুন স্বপ্ন দেখছি বাংলাদেশকে সমৃদ্ধ করার, বাঙালি সংস্কৃতিকে চিরজাগ্রত রাখার; সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংকল্প গ্রহণ করতে হবে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসানও বক্তব্য দেন। ২৬ বছর ধরে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালি চেতনামঞ্চের উদ্যোগে জাতিসংঘের সামনে এ কর্মসূচি পালিত হলেও বাংলাদেশে একুশের প্রথম প্রহরের সঙ্গে সংগতি রেখে গত বছর থেকে এ আয়োজন করা হচ্ছে। শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ ছিলেন। নিউইয়র্ক সিটির কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কসে আরও ১০টি স্থানে শহীদ মিনার স্থাপন করে রাত ১২টা ১ মিনিটে প্রবাসীরা শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করেন। শিকাগোয় বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মনিরুল ইসলামের সমন্বয়ে সর্বস্তরের প্রবাসীরা শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের মধ্য দিয়ে মহান ভাষা দিবস পালন করেন। নিউজার্সি, বোস্টন, পেনসিলভানিয়া, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা, টেক্সাস, মিশিগান, ওয়াশিংটন মেট্রো, কানেকটিকাট, মিনেসোটা প্রভৃতি স্থানেও একুশে ফেব্রুয়ারি উদ্যাপিত হয়েছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর