রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা
সাংবাদিক শিমুল হত্যা

ভিডিও ফুটেজ দেখে তুফান আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

ভিডিও ফুটেজ দেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলায় তুফান নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তুফান দরগাহপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে। এর আগে শুক্রবার ভোরে মামলার এজাহারভুক্ত মো. দুলাল হোসেনকে আটক করা হয়। পুলিশ দুজনকেই গতকাল সকালে আদালতে পাঠিয়েছে। এর মধ্যে আসামি দুলালের সাত দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আটক তুফান এজাহারভুক্ত আসামি না হলেও সংঘর্ষের দিনের ভিডিও ফুটেজে তাকে সংঘর্ষে লিপ্ত অবস্থায় দেখা গেছে। এ জন্য তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। এর আগে পাবনা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ফরিদপুর উপজেলা সদরে অভিযান চালিয়ে দুলাল হোসেনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ?এ হত্যা মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হলো। প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি ছাত্রলীগের একাংশের সঙ্গে পৌর মেয়র হালিমুল হক মিরু গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিন রাতে নিহতের স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরু ও তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর