বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

সেবা পেতে টাকা দেবেন না প্রতারক চক্রকে পুলিশে দিন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তার নাম ভাঙিয়ে অনেকে বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা দাবি করছেন। এরা প্রতারক, এদের সম্পর্কে সতর্ক থাকতে ও কোনো টাকা না দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের কোনো কাজে টাকা প্রদানের কোনো প্রয়োজন নেই। স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করে, ইমেইল, এসএমএস বা চিঠি পাঠিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান রেজিস্ট্রেশন এমপিওভুক্তকরণ, পাঠদান, একাডেমিক স্বীকৃতি, শ্রেণি খোলা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বদলিসহ বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা আদায় করছে কেউ কেউ। শিক্ষা মন্ত্রণালয় থেকে যেসব সেবা প্রদান করা হয় এর জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং তার ভিত্তিতেই সেবা প্রদান করা হয়।

এ ধরনের প্রতারকদের পুলিশে সোপর্দ করার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ খবর