সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এবারের বইমেলা শুরু ২ ফেব্রুয়ারি

সাংস্কৃতিক প্রতিবেদক

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে এবারের অমর একুশে বইমেলা এক দিন পেছাল বাংলা একাডেমি। এর পরিপ্রেক্ষিতে ১ ফেব্রুয়ারির পরিবর্তে মেলা শুরু হবে ২ ফেব্রুয়ারি।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানান, ২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন। এর ওপর ভিত্তি করেই ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের বইমেলা। তিনি বলেন, মেলার ইতিহাসে এই প্রথম পেছাল। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার দিন সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলে আন্দোলন ও রিটের মুখে নির্বাচন কমিশন দুই দিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করে। যার কারণে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষাও দুই দিন পিছিয়ে ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। পেছানোর কারণে এক দিন সময় বাড়ানো হবে কিনা- এ বিষয়ে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বাংলা একাডেমি।

সর্বশেষ খবর