বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সাবেক প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাসের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, যশোর

সাবেক প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাসের ইন্তেকাল

প্রখ্যাত কওমি আলেম সাবেক প্রতিমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাস (৭৪) আর নেই। গতকাল ভোর সাড়ে ৫টায় রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেশ কিছুদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন।

মুফতি ওয়াক্কাস এরশাদ সরকারের শাসনামলে মণিরামপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে মণিরামপুর থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালে একই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে তিনি পরাজিত হন। মুফতি ওয়াক্কাস মণিরামপুর উপজেলার জামেয়া ইমদাদিয়া মাদানিনগর মাদরাসার প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদরাসা ঢাকার প্রধান মুফতি ও শায়খুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ খবর