বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ভেজালবিরোধী অভিযানে রাজধানীর পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ভেজালবিরোধী অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান। এ সময় ভেজাল খাদ্য পণ্য, নকল মশার কয়েল এবং মানহীন বৈদ্যুতিক পাখা উৎপাদন, মজুদ ও বিক্রি করার অভিযোগে জরিমানা করা হয়। গতকাল র‌্যাব-১০ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে প্রায় ৩০ লাখ টাকার অনুমোদনহীন নকল মশার কয়েল জব্দ করা হয়েছে। এ সময় ১টি মশার কয়েল কোম্পানিকে সিলগালা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল খাদ্য পণ্য, নকল মশার কয়েল এবং মানহীন বৈদ্যুতিক পাখা উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলে জানা যায়।

সর্বশেষ খবর