বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
উত্থান শেয়ারবাজারে

এবার লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনেও শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উলম্ফন হয়েছে। মাত্র আড়াই ঘণ্টার লেনদেনেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। যা গত চার মাসের মধ্যে (ডিএসই) সর্বোচ্চ। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২১ পয়েন্টে উঠে এসেছে। মূল্য সূচকের এই উত্থানে বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাত। তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ১৮টির দাম বেড়েছে। দাম কমেছে ৬টির। আর সব খাত মিলিয়ে ১৯৩টির দাম বেড়েছে। দাম কমেছে ৯৮টির এবং ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৯৭ কোটি ২৯ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১৪৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৪৭ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২১৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। দাম কমেছে ৭৬টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর