রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, দেশের অবস্থা খুবই খারাপ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গতকাল রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের মাসিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ বন্দী আলেম-ওলামাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আফজালুর রহমান, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী, মাওলানা আবদুল আজিজ, মাওলানা আজিজুর রহমান হেলাল।

সর্বশেষ খবর