বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এশিয়া প্যাসিফিক সম্মেলনে পাঁচ দফা তুলে ধরল কর্মচারী সমন্বয় পরিষদ

নিজস্ব প্রতিবেদক

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ৫ থেকে ৭ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিসের এশিয়া প্যাসিফিক কন্টিনেন্টাল সম্মেলনে বাংলাদেশের গণকর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নবম বেতন কমিশন গঠনসহ পাঁচদফা দাবিনামা শীর্ষক কান্ট্রি রিপোর্ট উপস্থাপন করেছেন। সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এই রিপোর্ট উপস্থাপন করেন। দাবিতে আরও রয়েছে বেতনবৈষম্য নিরসন, নবম বেতন কমিশন গঠন, কর্মচারীদের বিরাজিত সমস্যাদি সমাধান। নোমানুজ্জামান আল আজাদ জানান, সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের ১৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্বকারী বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এতে যোগদান করে। যোগদানকারীদের অপর দুই প্রতিনিধি হলেন-সহসভাপতি মোহাম্মদ শরীফ উল্লাহ এবং অর্থবিষয়ক সচিব মোহাম্মদ আবদুর রশীদ।

সর্বশেষ খবর