শিরোনাম
রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মাত্র ১৩ ভাগ পোশাক কারখানা দিয়েছে বোনাস

শাহেদ আলী ইরশাদ

সারা দেশে শিল্প পুলিশের আওতাধীন তৈরি পোশাক ও টেক্সটাইল মিলসহ অন্য কারখানাগুলোর সামান্য একটি অংশ গত বৃহস্পতিবার পর্যন্ত ঈদ বোনাস পরিশোধ করেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, সিলেট এবং কুমিল্লা এলাকায় মোট ৯ হাজার ৬১৬টি কারখানা রয়েছে। এসব কারখানার মধ্যে মাত্র ১ হাজার ২৮৪টি কারখানা বা ১৩ দশমিক ৩৫ শতাংশ এরই মধ্যে ঈদ বোনাস পরিশোধ করেছে। জানা গেছে, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সদস্য ১ হাজার ৬৩১টি কারখানার মধ্যে মাত্র ৭৬টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সদস্য ৭০০টি কারখানার মধ্যে ৫৪টি ঈদ বোনাস প্রদান করেছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সদস্য ৩৫৮টির মধ্যে ২৪ জন এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের আওতাধীন ৩৪৫টি কারখানার মধ্যে ৪৭টি কারখানা ভাতা প্রদান করেছেন। শিল্প পুলিশের অধীনে আটটি শিল্প অঞ্চলের ৮৩টি পাটকলের মধ্যে ১৩টি উৎসব ভাতা প্রদান করেছে। নন-আরএমজি ৬ হাজার ৪৯৯টি কারখানার মধ্যে ১ হাজার ৮১টি বৃহস্পতিবার (২১ রমজান) পর্যন্ত উৎসব ভাতা প্রদান করেছে। অন্যদিকে বৃহস্পতিবার পর্যন্ত ৬৬টি কারখানা ফেব্রুয়ারির মজুরি পরিশোধ করেনি বলে জানা গেছে। ৫ এপ্রিল শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ঈদুল ফিতরের ছুটি শুরুর আগে শ্রমিকদের ভাতা, মজুরি ও অন্যান্য পাওনা পরিশোধ করতে কারখানা মালিকদের অনুরোধ করেন।

 তিনি কারখানার মালিকদের এপ্রিল মাসের মজুরি পরিশোধের বিষয়ে তাদের নিজ নিজ শ্রমিকদের সঙ্গে পরামর্শ করে সম্পূর্ণ বা আংশিক প্রদানের সিদ্ধান্ত নিতে বলেছেন। বেশ কয়েকটি অধিকার সংগঠন অবশ্য বারবার ২০ রমজানের মধ্যে উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়েছে। কারখানা ব্যবস্থাপনা ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে চলতি মাসের ১৭ তারিখের মধ্যে এপ্রিলের অর্ধেক মজুরি দেওয়ার দাবিও জানান তারা।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের সদস্য কারখানাগুলোর সবাই ঈদের আগে বোনাস পরিশোধ করবে বলে আশা করছি। আজ শনিবার বিজিএমইএর অফিস বন্ধ থাকায় কোন কোন কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে তা বলতে পারছি না। তবে আশা করি ছুটি শুরুর আগেই সবাই বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ করবেন।

সর্বশেষ খবর