প্রবল বর্ষণমুখর রাত,
শব্দ-বিকট,
মেঘেদের ঘর্ষণে তুমুল প্রকম্পন।
ধেয়ে আসা হাওয়া,
অজানা ভীতি,
নড়বড়ে অসহিষ্ণু মন।
দুর্দমনীয় ইচ্ছেগুলো
কল্পনায়-
উদ্যত উষ্ণ ভঙ্গিমা,
সবই মুহূর্তে অচল।
স্বপ্নে বিভোর অস্থি মনন জড়ায়ে বাহুবন্ধনী, বেপরোয়া চুম্বন,
বর্ষণমুখর প্রথমার রাত।
ততক্ষণে উষ্ণীষ শিহরণ
জাগায়ে ধৈর্যহারা
অচেনা স্ফুলিঙ্গের উন্নতশির।
অফুরান তৃপ্তিরজালে বাঁধা পড়ে প্রথমার রাত,
আঁখিযুগলে বয়ে যায় অশ্রুজলপ্রপাত।
তবুও থমকে দাঁড়াবার নয়,
শিহরিত স্পন্দনে,
শৌর্যবীর্য একাকার হয়ে যায় অঝোর জলরাশি।
লেখক: সিনিয়র সাংবাদিক-কলামিস্ট ও ইতিহাস গবেষক