শিরোনাম
১৭ অক্টোবর, ২০১৯ ০৯:৫৯

বিশ্বজয়ী নাজমুনকে কানাডার প্রাদেশিক এমপি ডলি বেগমের অভিনন্দন

অনলাইন ডেস্ক

বিশ্বজয়ী নাজমুনকে কানাডার প্রাদেশিক এমপি ডলি বেগমের অভিনন্দন

নাজমুন নাহার ও ডলি বেগম (ডানে)

বাংলাদেশের পতাকা হাতে ১৩৫ দেশ ভ্রমণের রেকর্ড অর্জন করে নাজমুন নাহার বর্তমানে অবস্থান করছেন কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো শহরে। সেখানে তিনি সাক্ষাৎ করেছেন কানাডার প্রাদেশিক পার্লামেন্টে নির্বাচিত প্রথম বাংলাদেশি এমপি ডলি বেগমের সাথে।

টরেন্টো স্কারবরো'র কিংস্টন অফিসে ১৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় সেখানে নাজমুন নাহারকে কানাডার ফ্ল্যাগ ও অন্টারিও প্রদেশের ফ্ল্যাগ পরিয়ে দিয়ে অভিনন্দিত করেন ডলি বেগম।

এক শুভেচ্ছা বার্তায় এমপি ডলি বেগম বলেন, বাংলাদেশকে নাজমুন পরিচয় করিয়ে দিচ্ছেন সারা পৃথিবীতে। বাংলাদেশের পতাকা হাতে নাজমুন নাহারের বিশ্ব ভ্রমণর এই রেকর্ড বাংলাদেশের জন্য এক বিশাল বড় অর্জন। বাংলাদেশের সকল মেয়েদের জন্য নাজমুন নাহার একটি বড় উৎসাহের পথ সৃষ্টি করছেন। নাজমুন নাহার আমাদের বাংলাদেশ তথা পৃথিবীর গর্ব। তার এই অর্জনকে আমি সাধুবাদ জানাই এবং সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের পতাকা উড়ুক এই শুভ কামনা করি নাজমুন নাহার এর জন্য। 

২০১৮ সালের ১ জুন নাজমুন নাহার যখন প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ তম দেশ ভ্রমণের ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করেন পূর্ব আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে, ঠিক একই সময়ে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম ২০১৮ সালে কানাডার ওন্টারিও প্রদেশের টরেন্টো এলাকার স্কারবরো সাউথওয়েস্ট আসন থেকে জয়ী হন কানাডার প্রাদেশিক পার্লামেন্টের প্রথম বাংলাদেশি এমপি হিসেবে। প্রথম বাংলাদেশি নারীর কানাডার পার্লামেন্টে জয়ী হওয়া বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করার দৃষ্টান্ত গড়েছেন ডলি বেগম। 

নাজমুন নাহার বলেন, কানাডার মতো মাল্টিকালচারাল দেশে যেখানে সারা পৃথিবীর মানুষ রয়েছে। সেখানে বাংলাদেশি একজন মেয়ে কানাডার পার্লামেন্টে প্রথমবারের মতো জয়ী হয়ে সত্যি আমাদের মুখ উজ্জ্বল করেছেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর