১৮ অক্টোবর, ২০১৯ ১২:০৯

বাহরাইনে আমরা সবাই সনাতনী সংগঠনের বর্ষপূর্তি উদযাপন

বাহরাইন প্রতিনিধি

বাহরাইনে আমরা সবাই সনাতনী সংগঠনের বর্ষপূর্তি উদযাপন

নানা আনুষ্ঠানিকতায় বাহরাইনে সনাতন ধর্মাবলম্বীদের স্বেচ্ছাসেবী সংগঠন "আমরা সবাই সনাতনী" এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় জিদ আলী নামক স্থানে একটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতাদান ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী শ্রী ছোটেন শীলের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন শ্রীযুক্ত বিধান মজুমদার ও শ্রীযুক্ত অসীম শীল।

তুবলী কৃষ্ণ মন্দিরে বিপ্লব চক্রবর্তীর পূজা অর্চনার মাধ্যমে দিবসটি ও সাজীব দাসের পবিত্র শ্রীমাদ ভাগবত গীতা পাঠ অমৃত বানীর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান কার্যক্রম।

এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীযুক্ত সুকুমার শীল যীশু।

প্রধান বক্তা ছিলেন হিন্দু মহাজোটের উপদেষ্টা সমীর মহাজন। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন বাহরাইনে বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি শ্রীযুক্ত বকুল সুত্রধর, আমরা সবাই সনাতনী সংগঠনের সভাপতি শ্রীযুক্ত মনা শীল ও সাধারণ সম্পাদক জেকি শীল। 

বিশেষ অতিথি ছিলেন শ্রীযুক্ত তপন সূত্রধর, অনুকূল দেবনাথ, লিটন শম্মা, জসীম সিকদার, সুকুমার দাস, বিষ্ণু দেব ও অনিল শীল। 

উদ্বোধক ছিলেন বাহরাইনে বাংলাদেশ হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাতা মহাসচিব শ্রীযুক্ত ঝুন্টু নাথ শিশির।

আমরা সবাই সনাতনী সংগঠন বাহরাইন শাখার সভাপতি শ্রীযুক্ত রুবেল শীল, প্রচার সম্পাদক শ্রীযুক্ত রামু শীল, সহ-সভাপতি শ্রীযুক্ত মঙ্গল শীল, বাহরাইনে বাংলাদেশ হিন্দু মহাজোটের উপদেষ্টা ও পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত দুলাল দাস, বাহরাইনে বাংলাদেশ হিন্দু মহাজোটের নির্বাহী সম্পাদক ও পূজা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অভিনাশ পাল সভায় বক্তব্য রাখেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর