করোনা মহামারিতে বিধ্বস্ত কমিউনিটির সার্বিক পরিস্থিতি এবং ভবিষ্যতে এমন ভয়াবহ কোনো রোগ সংক্রমিত হওয়ার শুরুতে স্বাস্থ্যবিধি সম্পর্কে অধিকতর সচেতন করতে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতাল বিশেষ একটি কর্মসূচি হাতে নিয়েছে। বহুজাতিক এই সমাজের প্রতিটি ভাষা, বর্ণ, গোত্র এবং ধর্মের মানুষের অংশগ্রহণে একটি জরিপ চালানো হচ্ছে।
ইংরেজি, বাংলা, আরবি, উর্দু, স্প্যানিশ, চীনা, কোরিয়ান, ফ্রেঞ্চ, পোলিশ, রাশিয়ান, হাইতিয়ান ক্রিউল ভাষায় জরিপে অংশগ্রহণ করা যাচ্ছে এই ওয়েবসাইটে (Visit https://is.gd/nycovid অথবা www.speakuponcovid.org)।
এর মধ্য দিয়ে কমিউনিটির বর্তমান পরিস্থিতি সম্পর্কেও একটি ধারণা পাবে প্রশাসন। বিশেষ করে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক সিটির অভিবাসীরা। নিহতদের মধ্যেও তারাই বেশি।
তাই লকডাউনে যাওয়ার পর কীভাবে দিনযাপন করছেন, শারীরিক অসুস্থতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন কি না, অর্থ অথবা খাদ্য সংকটে কেউ পাশে ছিলেন কি না, বাসা ভাড়া বকেয়া রয়েছে কি না ইত্যাদি জানাতে হবে এই জরিপে।
তবে এটিতে কোনো বাধ্যবাধকতা নেই। ইচ্ছা করলে উত্তর না-ও দিতে পারেন। এই জরিপ পরিচালনাকারীদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। জরিপটি বাংলায় পড়া যায় এবং উত্তর দেওয়া যায়।
মানবাধিকার নেতা ড. মার্টিন লুথার কিং জুনিয়রের বক্তব্য উদ্ধৃত করে জরিপের প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, চিকিৎসা সম্পর্কিত যেকোনো ধরনের বৈষম্য কিংবা ন্যায়বিচার নিয়ে সংশয় খুবই দুঃখজনক, বিস্ময়ের এবং অমানবিক। এমন অবস্থার অবসানে চাই সম্মিলিত আওয়াজ।
বিডি প্রতিদিন/এমআই