♦ এক লোক দোকানে গেছেন চা খেতে। চায়ে চুমুক দিতেই তিনি বললেন-
লোক : এহ হে, কী দিছেন এইটা? এইটার মধ্যে তো পেট্রলের গন্ধ!
দোকানদার : তাইলে এইটা চা না, কফি দিছি।
লোক : মানে?
দোকানদার : কারণ আমাদের কফিতে লোকে পেট্রলের গন্ধ পায়!
♦ এক কিপটে লোক গেছেন রেস্টুরেন্টে পিৎজা খেতে-
ওয়েটার : স্যার, আপনাকে পিৎজাটা কয় ভাগ করে দেব? চার ভাগ, না ছয় ভাগ?
কিপটে লোক : তুমি বরং আমাকে আট ভাগ করে দাও। আমি একটু বেশি ক্ষুধা অনুভব করছি!
♦ একদিন শ্রেণিকক্ষে এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন শিক্ষক-
শিক্ষক : বল তো, মেয়েদের নামের আগে মিস লাগানো হয় কেন?
ছাত্র : এইটা তো অনেক সহজ স্যার!
শিক্ষক : তাহলে বলে ফেল।
ছাত্র : মেয়েরা খালি মিস কল দেয়, তাই!
♦ ভীষণ সেজেগুজে স্বামীর সামনে গিয়ে দাঁড়ালেন স্ত্রী। স্বামীর কাছে জানতে চাইলেন-
স্ত্রী : এই, দেখ তো।
স্বামী : কী দেখব?
স্ত্রী : আমাকে কেমন দেখাচ্ছে?
স্বামী : মোটামুটি কম খারাপ না!
সংগ্রহ : কামরুন নাহার সোনিয়া প্রাণিবিদ্যা বিভাগ, গফরগাঁও
সরকারি কলেজ, ময়মনসিংহ।