শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

জীবন-মৃত্যু ক্লান্ত-খিন্ন

রবিউল হুসাইন

সামান্য এই মানবজনম বাঁচেইবা কয় বছর

তার দাপটেই জীবিত সব ব্যস্ত তৎপর

স্বপ্নসাধ নিয়েই জীবন গভীর ভালোবাসায়

হতাশ দিনের আকুল সময় বিফল নিরাশায়

একটি যায় একটি আসে নিয়ম পরম্পরা

সারা জীবন চলছে এমন অধীর স্বয়ম্বরা

মনের ভিতর দিনের মিছিল রাতের প্রভাতে

সূর্য উঠে লজ্জা পায় এই জীবন-সম্পাতে

রাত ও দিনের হয় না দেখা যদিও উৎস একই

জীবন-মৃত্যু ক্লান্ত-খিন্ন সেই ধবল সারস পাখি

 

 

 

সর্বশেষ খবর