আজকাল প্রেম!
বেশিমাত্রায় মার্কেটে যায়!দর্জির দোকানে গিয়ে পোশাক বানায়!
প্রেমিক-প্রেমিকার হাতে হাতে
স্মার্টফোনের ক্যালকুলেটর!
শুধু দ্রুত হিসাব সারে না!
গুগল ম্যাপে দেখে নেয় কোন সড়কে পা রাখবে!
সম্মুখের চুল লম্বা নাকি
পেছনের চুল খাটো করে ছাঁটতে হবে?
সে হিসাবেও পাকা!
কে হারবে? কে জিতবে?
এমন একটা প্রতিযোগিতায়-
প্রেমকেও বরফকলের নিকটে নিয়ে যায়-
অথচ বরফকলের বরফ অদৃশ্য থেকে যায়!
দেখা যায় শুধু তাপবিদ্যুৎ কেন্দ্র!
যা থেকে শুধুই তাপ স্খলন হয়!
প্রেমের নিবেদনে স্বর্ণ গললেই-
অলংকার হয় না! অহংকার কখনো কখনো-
জটিল গ্রন্থিতে নিয়ে গিয়ে নোনাজলে ডুবিয়ে ফেলে!
সমাবর্তন বা নবান্নে মিলিত হওয়ার ধৈর্য থাকছে না!
দশমূল উদ্ভিদ হওয়া তো দূরের কথা
দুইমূল উদ্ভিদও হতে পারছে না!
আজকাল নদীও ছুটতে ছুটতে বিভ্রান্ত হচ্ছে!
কোথায় যে বাঁধ তৈরি হবে দ্রুত,
তা আগে থেকে জানে না!
কখন যে জলহারা হয়ে গোঙাবে?
নদী ও প্রেম দুটোই- আজকাল,
দখলদারীদের কাছে বেশিমাত্রায় পরাজিত হচ্ছে!
-দশদাঁতে দংশিত হচ্ছে!