শুক্রবার, ৫ মে, ২০২৩ ০০:০০ টা
বই আলোচনা

গল্পে গল্পে মুক্তিযুদ্ধ

গল্পে গল্পে মুক্তিযুদ্ধ

সিনিয়র সাংবাদিক চপল বাশার একাত্তরের মুক্তিযোদ্ধা। রণাঙ্গনে থাকার সময় নিজের যে অভিজ্ঞতা তার আলোকে তিনি ঝরঝরে ভাষায় গল্প লিখে থাকেন। সহযোদ্ধাদের অভিজ্ঞতাও তাঁর গল্প রচনার সহায়ক হয়েছে। সম্প্রতি চপল বাশারের সাতটি গল্প নিয়ে ‘রজতরেখার তীরে’ গ্রন্থ বের হয়েছে। এর প্রকাশক রাজধানীর জনান্তিক। ছাপা ঝকঝকে; নির্ভুল। প্রচ্ছদ এঁকেছেন মাশুক হেলাল। মূল্য ২০০ টাকা।

গল্পগুলো একটানা পড়ে ফেলা যায়। বর্ণনা ভঙ্গি নির্ভার, তাই একে একে সব গল্পই পাঠককে টানে। কয়েকটি গল্প হৃদয়স্পর্শী, যেমন ‘হতভাগা পুলিশ’। যাঁরা মুক্তিযুদ্ধবিষয়ক গল্পের অনুরাগী তাঁরা তাঁদের সংগ্রহে রাখতে পারেন ‘রজতরেখার তীরে’। সে ক্ষেত্রে তাঁদের অনুভব হবে ‘কাজটা যথার্থই করলাম।’  - ইবনে ওয়াহিদ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর