শিরোনাম
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ হিক

ক্রীড়া ডেস্ক

চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের ক্রিকেটার। অথচ তাকেই কি না নিয়োগ দেওয়া হলো ব্যাটিং কোচ হিসেবে। গ্রায়েম হিক; ইংলিশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান। সাবেক এই ইংলিশ ব্যাটসম্যানকেই ব্যাটিং কোচের দায়িত্ব দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। হিক অবশ্য এর আগে মাত্র একটি সিরিজে অসিদের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন। এবার তাকে পাকাপাকিভাবে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে। হিক অবশ্য এখন অস্ট্রেলিয়াতেই বাস করেন। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিখ্যাত একাডেমি ব্রিসবেন সেন্টার অব এক্সিলেন্সের হাই পারফরম্যান্সের কোচ ছিলেন। নভেম্বরে হিকের অ্যাসাইনমেন্ট শুরু হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে। পরের অ্যাসাইনমেন্ট ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে।

ভারত সফরই তার কঠিন অ্যাসাইনমেন্ট। এশিয়ায় সর্বশেষ ৯ টেস্টের সব ক’টিতেই হেরেছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে তেমন বড় মানের ক্রিকেটার ছিলেন না। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটের আধুনিক সময়ে অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। ইংল্যান্ডের পক্ষে খেলেছেন ৬৫ টেস্ট ও ১২৬ ওয়ানডে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২৬ ম্যাচে করেছেন ৪১ হাজারের বেশি রান। সেঞ্চুরি ১৩৬টি, সর্বোচ্চ ছিল ৪০৫। লিস্ট ‘এ’ ম্যাচে রান ২২ হাজারের বেশি।

সর্বশেষ খবর