শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ক্রিকেটের প্রতি ভালোবাসা

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটের প্রতি ভালোবাসা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওপেনার সানজিদা ইসলামের বধূ সাজে ক্রিকেট খেলার ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। লাখ লাখ মানুষ ছবি শেয়ার, লাইক, কমেন্ট করেছে। আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি তাদের টুইটার ফ্যানপেজে ছবিটি শেয়ার করেছে। ছবিটি এমনভাবে ক্রিকেট-বিশ্বে আলোচনার ঝড় তুলবে তা নিজেও বুঝতে পারেননি সানজিদা। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘আমি কখনোই ভাবিনি এ ছবি এভাবে আলোচনার ঝড় তুলবে। খুবই ভালো লাগছে।’

আপনি কি ভাইরাল করার কথা চিন্তা করেই এমন পোজ দিয়ে ছবি তুলেছেন? সানজিদা বলেন, ‘না, না, মোটেও তা না। আমি আসলে ভাইরাল হওয়ার জন্য এমন ছবি তুলিনি। দেখলাম, যে বাচ্চারা মাঠে ক্রিকেট খেলছে। আমিও অনেক দিন থেকে খেলার মধ্যে নেই। তাই ব্যাট ধরার লোভ সামলাতে পারলাম না। বধূ সাজেই ব্যাটিং করি। ঠিক ওই সময় ফটোগ্রাফার বললেন, আপনার ছবি তুলি!’ সানজিদা বলেন, ‘আমার বিয়ে হয়েছে ১৬ অক্টোবর। আর ছবিটা পোস্ট করেছি ২০ অক্টোবর। তারপর কীভাবে যে ভাইরাল হলো! ভাইরালের চিন্তা থাকলে তো আগেই পোস্ট করতাম।’

এই ছবিতে একদিকে যেন ক্রিকেটের প্রতি বাঙালির তীব্র ভালোবাসার বিষয়টি প্রকাশ পেয়েছে। তবে অনেকে ধর্মের দৃষ্টিকোণ থেকে সমালোচনাও করেছেন। এ নিয়ে সানজিদা বলেন, ‘সমালোচনা থাকবেই। সেটা মাঠে খারাপ খেললেও হয়। এসব নিয়ে ভাবি না। সমালোচনার কথা চিন্তা করলে তো ক্রিকেট খেলাই হতো না। তবে ইতিবাচক মন্তব্য আমাকে দারুণভাবে অণুপ্রাণিত করে।’

সর্বশেষ খবর