বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
আন্তর্জাতিক ফুটবল নিয়ে দুশ্চিন্তা

স্বস্তিতে নেই বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

স্বস্তিতে নেই বাফুফে

ঘরোয়া ফুটবল মাঠে নামানো নিয়ে দুশ্চিন্তায় ছিল বাফুফে। তা এখন দূর হয়ে গেছে। ফেডারেশন কাপের পর পেশাদার লিগও এগিয়ে চলেছে। তবুও স্বস্তিতে নেই ফেডারেশন। সামনে বড় তিন টুর্নামেন্ট আছে। কিন্তু শুরু নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে বাফুফে। মার্চে বঙ্গবন্ধু গোল্ডকাপের পর্দা ওঠার কথা। নির্ধারিত সময়ে তা যে হচ্ছে না অনেকটা নিশ্চিত। সভাপতি কাজী সালাউদ্দিনই মিডিয়াকে জানিয়েছেন বাইরে দলগুলোর সঙ্গে আলোচনা চললেও তেমন সাড়া মিলছে না। বিদেশি দলগুলো যদি না ঠিক হয় তাহলে মার্চে বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে কীভাবে? বিশ্বকাপ বাছাইপর্ব দ্বিতীয় লেগে বাংলাদেশের তিনটি ম্যাচ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ বাকি। নিয়ম ও ফিকশ্চার অনুযায়ী তিনটিই বাংলাদেশে হওয়ার কথা। অথচ এএফসি চাচ্ছে তিনটি ম্যাচই বাইরে হোক। সাফ চ্যাম্পিয়নশিপ নিয়েও অনিশ্চয়তা। এখনো শিডিউল আছে সেপ্টেম্বরে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আনোয়ারুল হক হেলাল বলেন, এখনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর