শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবলে গ্লোবাল ইসলামী ব্যাংক গোল উৎসব করেছে। গতকাল ইউআইইউ খেলার মাঠে তারা ৭-১ গোলে পরাজিত করে যমুনা ব্যাংককে। শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বিজয়ীরা। প্রথমার্ধে তারা ৫-০ গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে গ্লোবাল ইসলামী ব্যাংক আরও দুই ও যমুনা ব্যাংক সান্ত্বনা সূচক একটি গোল করে। গ্লোবাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ম্যাচটি উপভোগ করেন। দিনের অপর খেলায় প্রিমিয়ার ব্যাংক ৫-০ গোলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে হারিয়েছে।