এশিয়া কাপ ক্রিকেটের দিনক্ষণ আগেই ঘোষণা হয়েছিল। এবার চূড়ান্ত হলো ম্যাচের ভেন্যু ও সময়। আট জাতির ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আরেকটি আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের তিন ম্যাচই হবে আবুধাবিতে। ১১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম খেলা হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর লিটন দাশদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের পর্দা উঠবে। ‘এ’ গ্রুপে খেলবে চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে লড়বে বাংলাদেশ, রানার্সআপ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। সুপার ফোর মাঠে গড়াবে ২০ সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। আসরের বেশির ভাগ ম্যাচ হবে দুবাইয়ে। তার মধ্যে ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচও রয়েছে। সামনে টি-২০ বিশ্বকাপ। তা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে। বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি হবে সিলেটে। ফাইনালে উঠলেও এশিয়া কাপ জেতা এখনো সম্ভব হয়নি বাংলাদেশের।
আবুধাবিতে বাংলাদেশের ম্যাচ
১১ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম হংকং ম্যাচ শুরু রাত ৮টা
১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ শুরু রাত ৮টা
১৬ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ শুরু রাত ৮টা