নতুন মৌসুমে বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান ইতোমধ্যে মাঠে নেমেছে। চ্যালেঞ্জ কাপে শিরোপা জিতে কিংস শুরুটাও করেছে। ফেডারেশন কাপেও দুটি ক্লাব একটি করে ম্যাচে অংশ নিয়েছে। আরেক জনপ্রিয় ক্লাব ঢাকা আবাহনীর নতুন মৌসুমের যাত্রা আজ। দেশসেরা ফুটবল আসরে পেশাদার লিগ দিয়েই মিশন শুরু হচ্ছে তাদের। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। নতুন মৌসুমে আবাহনী কেমন করে সেদিকে চেয়ে থাকবেন ফুটবলপ্রেমীরা। পেশাদার লিগে হ্যাটট্রিকসহ সর্বোচ্চ ছয়বার শিরোপা জয়ের রেকর্ড রয়েছে তাদের। সেই আবাহনীই কি না লিগে টানা ছয় মৌসুম চ্যাম্পিয়নের মুখ দেখছে না। বসুন্ধরা কিংসের অভিষেকের পর প্রথম হতে ভুলেই গেছে ধানমন্ডির দলটি। টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে কিংস। ছয় আসরের ভিতর একবার চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। ১৯৭২ সালে অভিষেকের পর আবাহনীর বড় ব্যর্থতা ছিল টানা তিন মৌসুম লিগ না পাওয়া। তিনবার এমন ঘটনা ঘটলেও ব্যর্থতা ডাবল হ্যাটট্রিকে পরিণত হবে কেউ ভাবেনি। মোহামেডান টানা ২৩ বছর পর লিগ জিতেছে। হয়তো বা এত দীর্ঘ পথ হাঁটবে না। তার পরও ছয় মৌসুমের ব্যর্থতা একেবারে কমও নয়। সবচেয়ে বড় কথা টানা তিন মৌসুম আবাহনী কোনো ট্রফিই জিততে পারেনি। ২০২১-২২ মৌসুমে শেষবার তারা স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। চ্যালেঞ্জ কাপ চলে গেছে। সেই টুর্নামেন্টে আবাহনী নিয়মতান্ত্রিকভাবে খেলতে পারেনি। লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা এ শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়। আবাহনী খেলবে বিএফএল, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও সুপারকাপ। চার আসরে তারা পারবে কি শিরোপার খরা ঘোচাতে? আগের চেয়ে দলের শক্তি বেড়েছে তাদের। কিংসের পর তারাই সেরা দল গড়েছে। বিশেষ করে লিগের মর্যাদা আলাদা। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। দেখা যাক বিপিএলের পরিবর্তে বিএফএলে আবাহনীর ভাগ্য খোলে কি না।
শিরোনাম
- যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
- যাত্রাবাড়ীতে বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
- বাংলাদেশের বিদায়, ভারত–পাকিস্তানের ফাইনাল
- গাজাগামী সুমুদ ফ্লোটিলার বহরকে সুরক্ষা দেওয়ার ঘোষণা স্পেন- ইতালির
- স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয় : প্রধান উপদেষ্টা
- আতঙ্কে অনেক দেশের আকাশসীমা এড়িয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু
- নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া
- নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
- ঢাকা-ইসলামাবাদ অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
- শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন সিভাসু’র অধ্যাপক হুমায়ুন
- কেন শান্তিতে নোবেল পাবেন না ট্রাম্প, যা বলছেন বিশেষজ্ঞরা
- কালকিনিতে গৃহবধূকে আটকে রেখে নির্যাতন, দোষীদের শাস্তি দাবি
- সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড
- পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
- নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
- আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হচ্ছে গ্র্যান্ড সুফী নাইট
- দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩২
- কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
- মানুষের আস্থা অর্জন করাই বিচার বিভাগের কাজ : প্রধান বিচারপতি
- হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ
নতুন মৌসুমে আবাহনীর যাত্রা
শিরোপার খরা ঘুচবে কি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর