নতুন মৌসুমে বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান ইতোমধ্যে মাঠে নেমেছে। চ্যালেঞ্জ কাপে শিরোপা জিতে কিংস শুরুটাও করেছে। ফেডারেশন কাপেও দুটি ক্লাব একটি করে ম্যাচে অংশ নিয়েছে। আরেক জনপ্রিয় ক্লাব ঢাকা আবাহনীর নতুন মৌসুমের যাত্রা আজ। দেশসেরা ফুটবল আসরে পেশাদার লিগ দিয়েই মিশন শুরু হচ্ছে তাদের। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। নতুন মৌসুমে আবাহনী কেমন করে সেদিকে চেয়ে থাকবেন ফুটবলপ্রেমীরা। পেশাদার লিগে হ্যাটট্রিকসহ সর্বোচ্চ ছয়বার শিরোপা জয়ের রেকর্ড রয়েছে তাদের। সেই আবাহনীই কি না লিগে টানা ছয় মৌসুম চ্যাম্পিয়নের মুখ দেখছে না। বসুন্ধরা কিংসের অভিষেকের পর প্রথম হতে ভুলেই গেছে ধানমন্ডির দলটি। টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে কিংস। ছয় আসরের ভিতর একবার চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। ১৯৭২ সালে অভিষেকের পর আবাহনীর বড় ব্যর্থতা ছিল টানা তিন মৌসুম লিগ না পাওয়া। তিনবার এমন ঘটনা ঘটলেও ব্যর্থতা ডাবল হ্যাটট্রিকে পরিণত হবে কেউ ভাবেনি। মোহামেডান টানা ২৩ বছর পর লিগ জিতেছে। হয়তো বা এত দীর্ঘ পথ হাঁটবে না। তার পরও ছয় মৌসুমের ব্যর্থতা একেবারে কমও নয়। সবচেয়ে বড় কথা টানা তিন মৌসুম আবাহনী কোনো ট্রফিই জিততে পারেনি। ২০২১-২২ মৌসুমে শেষবার তারা স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। চ্যালেঞ্জ কাপ চলে গেছে। সেই টুর্নামেন্টে আবাহনী নিয়মতান্ত্রিকভাবে খেলতে পারেনি। লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা এ শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়। আবাহনী খেলবে বিএফএল, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও সুপারকাপ। চার আসরে তারা পারবে কি শিরোপার খরা ঘোচাতে? আগের চেয়ে দলের শক্তি বেড়েছে তাদের। কিংসের পর তারাই সেরা দল গড়েছে। বিশেষ করে লিগের মর্যাদা আলাদা। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। দেখা যাক বিপিএলের পরিবর্তে বিএফএলে আবাহনীর ভাগ্য খোলে কি না।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
নতুন মৌসুমে আবাহনীর যাত্রা
শিরোপার খরা ঘুচবে কি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর