ভারতীয় শহর হায়দরাবাদে অনুষ্ঠিত হচ্ছে তেলেঙ্গানা গোলকন্ডা মাস্টার্স। পিজিটিআই এ টুর্নামেন্টে অংশ নিয়ে দাপট দেখাচ্ছেন বাংলাদেশের গলফার জামাল হোসেন। প্রথম রাউন্ড থেকেই দারুণ খেলেছেন তিনি। তিন রাউন্ড শেষে আন্ডার পাড় ২৩ স্কোর করে শীর্ষে অবস্থান করছেন জামাল হোসেন। আন্ডার পাড় ১৯ স্কোর করে দুই নম্বরে অবস্থান করছেন ভারতের অক্ষয় শর্মা। তৃতীয় স্থানে আছেন ভারতেরই খালিন জোশী। বাংলাদেশ ও ভারত ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, চেক প্রজাতন্ত্র, ইতালির গলফাররা লড়াই করছেন এ টুর্নামেন্টে। আজ চতুর্থ রাউন্ডে বড় ধরনের কিছু না ঘটলে শিরোপা জয় করে বাড়ি ফিরবেন জামাল। গত বছর ভারতে ইন্ডিয়ান ওয়েল সারভো মাস্টার্সে শিরোপা জয় করেন জামাল। এবারও কী ভারত থেকে শিরোপা জয় করে আসবেন তিনি!
বাংলাদেশে যে কজন গলফার আছেন তাঁদের মধ্যে জামাল খুবই জনপ্রিয় মুখ। ঘরোয়া ও আন্তর্জাতিক আসরে তাঁর পারফরম্যান্স চোখে পড়ার মতো। এবার ভারতের মাটিতে শিরোপা জিতলে তাঁর গুরুত্ব আরও বেড়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত তিনি পারেন কি না?