আগামী ৭ সেপ্টেম্বর এজবাস্টনে ভারতের বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাহাঁতি ব্যাটসম্যান ইয়ন মরগান। ইংল্যান্ড টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক স্টুয়ার্ট ব্রডের হাঁটুর ইনজুরির কারনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। টি-২০’র ১৪ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এর আগে আন্তর্জাতিক কোন ম্যাচ না খেলা জেসন রয়।
ইংল্যান্ড টি-২০ দল: ইয়ন মরগান, মঈন আলী, রাভি বোপারা, টিম ব্রেসনান, জস বাটলার, স্টেভেন ফিন, হারি গারনি, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, জো রুট, জেসন রয়, জেমস টেইলর, জেমস ট্রেডওয়েল ও ক্রিস ওকস।