সেমিফাইনালে উঠার পরে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গিয়েছিল। প্রশ্ন ছিল রুপো জিততে পারবেন কি না। রুপো পেলেন না পাল্লিকল।
বিশ্বের এক নম্বর তারকা নিকোল ডাভিডের কাছে হারের পরে ব্রোঞ্জেই থেমে যেতে হল ভারতীয় মহিলা স্কোয়াশ তারকাটিকে। খেলার ফল ৪-১১, ৪-১১ ও ৫-১১। মাত্র ২৫ মিনিটের লড়াইয়ে নিকোলের কাছে হেরে গিয়েছেন পাল্লিকল। তবে শেষ পর্যন্ত ব্রোঞ্জ পাওয়াতে খুশি ভারতীয় স্কোয়াশ তারকা।
পাল্লিকল বলেছেন, 'আশা ছিল লড়াই জমিয়ে দিতে পারব। কিন্তু শুরুটা ভাল হয়নি। শেষ পর্যন্ত থেমে যেতে হয়েছে আমাকে। যাইহোক এশিয়াডে পদক জিতলাম। এটাই বড় কথা।'