ক্রিস্টিয়ানো রোনালদো গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন। তবে রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে। ২-০ গোলে লেভান্তেকে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেই রইল কার্লো আনসেলত্তির শিষ্যরা। লস ব্ল্যাঙ্কোসদের পক্ষে দুটি গোলই করেছেন গেরেথ বেলে। এ জয়ে ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদের। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদ্যাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি। তবে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং এভারটন। ম্যানইউ ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যামকে। একই ব্যবধানে নিউক্যাসলকে হারিয়েছে এভারটন। ম্যানইউ ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে।