বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩ হাজারি ক্লাবের সদস্য হলেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম। হায়দারাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে ৮১ রানে অপরাজিত আছেন তিনি। ফলে টেস্ট ক্যারিয়ারে ৩ হাজার রান পূর্ণ হলো তার।
ভারতের বিপক্ষে টেস্টের আগে মুশফিকুর রহিমের ব্যাটিং পরিসংখ্যান ছিল ৫১ ম্যাচে ৯৪ ইনিংসে ২৯২২ রান। ফলে ৩ হাজারের মাইলফলক স্পর্শ করতে ৭৮ রান প্রয়োজন ছিল তার। টেস্টে বাংলাদেশ ইনিংসের ১০৪তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাকিয়ে ক্যারিয়ারের ৩’হাজার রান পূর্ণ করেন টাইগার অধিনায়ক। এই তালিকায় বাংলাদেশের হয়ে আগেই নাম লিখিয়েছিলেন হাবিবুল বাশার, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
টেস্টে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের রান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান
তামিম ইকবাল ৪৭ ৮৯ ৩৪৬৭
সাকিব আল হাসান ৪৭ ৮৭ ৩২৯৫
হাবিবুল বাশার ৫০ ৯৯ ৩০২৬
মুশফিকুর রহিম ৫২ ৯৫ ৩০০৩
মোহাম্মদ আশরাফুল ৬১ ১১৯ ২৭৩৭
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম