অস্ট্রেলিয়াকে সরিয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিং-এ শীর্ষে উঠলো দক্ষিণ আফ্রিকা। সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে র্যাংকিং-এর শীর্ষস্থান দখলে নেয় প্রোটিয়ারা।
বর্তমানে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১৯। দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১৮। আর তৃতীয়স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১১৩।
সদ্যই নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। বৃস্টির কারণে এক ম্যাচ পরিত্যক্ত হয়। ফলে দুই রেটিং হারায় তারা। এতে অসিদের শীর্ষস্থানটি নড়বড়ে হয়ে পড়ে। পাশাপাশি কপাল খুলে দক্ষিণ আফ্রিকার। শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলেই শীর্ষে উঠে যাবে প্রোটিয়ারা। আর শুক্রবার সেই কাজটি সম্পন্ন করে ওয়ানডে র্যাংকিং-এর শীর্ষস্থান দখলে নেয় দক্ষিণ আফ্রিকা।
এদিকে ৯১ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। অষ্টম স্থানে থাকা পাকিস্তানের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান ২।
আইসিসি ওয়ানডে র্যাংকিং :
র্যাংকিং দল রেটিং
১ দক্ষিণ আফ্রিকা ১১৯
২ অস্ট্রেলিয়া ১১৮
৩ নিউজিল্যান্ড ১১৩
৪ ভারত ১১২
৫ ইংল্যান্ড ১০৭
৬ শ্রীলংকা ৯৯
৭ বাংলাদেশ ৯১
৮ পাকিস্তান ৮৯
৯ ওয়েস্ট ইন্ডিজ ৮৭
১০ আফগানিস্তান ৫২
১১ জিম্বাবুয়ে ৪৭
১২ আয়ারল্যান্ড ৪২
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম