হায়দ্রাবাদ টেস্টে ভারতের ৬৮৭ রানের জবাবে ৩৮৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ভারতের অধিনায়ক বিরাট কোহলি বাংলাদেশকে ফলোঅন না করিয়ে আবারও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগার পেসার তাসকিনের তোপের মুখে পড়েছে ভারত। ইতোমধ্যেই ভারতের দুই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন তিনি। আর এই দুইজন ভারতীয় ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুল।
ব্যক্তিগত ৭ রানের মাথায় তাসকিনের বলে মুশফিকের তালুবন্দি হন বিজয়। এরপর ব্যক্তিগত ১০ রানের মাথায় লোকেশ রাহুলকে ফেরত পাঠান তাসকিন। এবারও উইকেটের পেছনে ক্যাচ নেন মুশফিক।
এখন ব্যাট করছেন চেতাশ্বর পুজারা ও অধিনায়ক বিরাট কোহলি। ভারতের সর্বশেষ স্কোর ২ উইকেটের বিনিময়ে ৩৮ রান।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫