বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। রবিবার মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ নৌবাহিনীকে টাইব্রেকারে ৪-৫ গোলে হারিয়ে এ শিরোপা জেতে দলটি।
এদিন, নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোলের দেখা পায়নি দু'দল। ফলে সময় স্বল্পতার কারণে ম্যাচ অতিরিক্ত সময়ে না গড়িয়ে যায় টাইব্রেকারে। সেখানে ৪-৫ গোলের জয় পায় শেখ রাসেল। শিরোপা জয়ের আগেও টুর্নামেন্ট একটি ম্যাচও হারেনি দলটি। শেখ রাসেলের অধিনায়ক মাগুরার লোকাল হিরো অরুপ কুমার বৈদ্য ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চ্যাপিম্পয়ন ট্রফি তুলে দেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সভাপতি কাজী সালাহউদ্দিন। প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরসহ ক্রীড়াক্ষেত্রে নেতৃত্বদানকারি স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব